–মারুফ সরদার
ভালবাসা মানে ভাসমান কিছু অনুভূতি
অথবা খুব একলা লাগা রাত্রিবেলা
তোমার হাতটি ধরার মিছেই আকুতি
নয়তো তোমার চোখে চেয়ে থাকা আমার অদৃশ্য দৃষ্টি
যা কিনা বার্থ ছিল সিক্ত করতে
শুকনো মনের উঠোন খানা ঝরিয়ে অঝোর বৃষ্টি
কেউ বলে ভালবাসা নাকি সীমাহীন স্রোত নিয়ে
ছুটে চলা কোন ভাঙ্গা বাঁধ
তুমি কি ভাব আমার জানতে ইচ্ছা করে
এ আমার সুপ্ত মনের গুপ্ত সাধ…
আজও মেঘ এসেছিল বৃষ্টির হাত ধরে
ওরা বলে ভালবাসা নাকি কারো অপেক্ষায় থাকা
তেষ্টা মেটানো এক ফোঁটা অনুভূতি
তবে খুব একলা লাগা একান্ত ক্ষণে; মন বলে
ভালবাসা মানে তোমার চোখে চেয়ে মরণ পাওয়ার আকুতি