মোদের জন্য সারা জীবন, করেছেন যিনি সন্ধি, দিবস নামের খাঁচাতে ভাই, করিস না তারে বন্দী। দেখেছি আমি সিঙ্গাপুরে, বিভিন্ন দিবসে হায়, ছেলে-মেয়েরা ফুল নিয়ে, বাবা-মার সমাধিতে যায় সিঙ্গাপুরীদের আছে ভাবনা, আছে সরকারী নিয়ম-নীতি, কেউ কর্মক্ষমতা হারালে পরে, বৃদ্ধাশ্রম তাদের পরিণতি। থাকতে বাবা-মা পাওনি সময়, দেখতে তাদের মুখ। সমাধিতে ফুল দিলে কি! পাবে তারা সুখ। থাকতে […]
