You, I and the Earth (তুমি, আমি, উর্বীমাতা)
তুমি, আমি, উর্বীমাতা
——————————- রমিত আজাদ
তুমি আমি জন্মিনিতো বৃথাই ধরার ধুলির বুকে,
বসুন্ধরা রূপবতী, রূপ ছাপে তার বিশ্বলোকে!
বিশ্বমায়ের রূপ ললনা আমাদেরই উর্বীমাতা,
বৃক্ষ, তরূ, পুষ্প, লতা, সাগর, নদীর বিশালতা!
মৃত্তিকা তার বুকটি চিরে দিচ্ছে ফুলেল ভালোবাসা,
মরুভূমির বুকেও ফোটে পুষ্পঝাড়ের মায়ার ভাষা।
শৈলগিরির চূড়ায় জ্বলে ঐন্দ্রজালিক আলোর শিখা,
বনভূমির মাথায় জ্বলে চন্দ্রজ্যোতির রাজটিকা।
রাত্রী হারায় দিবস মাঝে, দীপ্তিরাশির পসরা নিয়ে;
জোছনা ছড়ায় চন্দ্রাবতি, মুগ্ধতারই শরাব পিয়ে।
হৃদয়জয়ী প্রিয়ার আঁচল, ভালোবাসার বিজয় কেতন,
ঘাসের বুকের শিশির কণা, প্রিয়ার অধর পান্না রতন।
রঙে রূপে অপরূপা মানব দেহের লাবণ্যতা,
দীপ নিভিয়ে যুগল দেখে দুটি দেহের কোমলতা।
তপ্ত হিয়ায় দুটি কায়ার, আঁখি পাতে ভাবালুতা,
জোৎস্না ঘিরে বাতায়নে প্রেম ও রতির মদিরতা।
রচনাতারিখ: ১২ই জুন, ২০২১ সাল
রচনাসময়: দুপুর ০৩টা ০৭ মিনিট
You, I and the Earth
————————— Ramit Azad
